বিসমিল্লাহির রাহমানির রাহিম
শিকদার কেয়ার ইন্টারন্যাশনাল লিঃ
“ আমাদের অঙ্গীকার রাখিব নিরাপদ ও নির্ভার “
“আমাদের বিশেষত্ব”
(ক) জনবলের উপযুক্ততা অনুযায়ী সঠিক প্রয়োগ ।
(খ) কাজ ও সময়ের প্রতি নিষ্ঠা ।
(গ) পরিশ্রম ও নিষ্ঠা অনুযায়ী কাজ করা
(ঘ) লক্ষ্য ও দায়িত্ব অনুযায়ী কাজ করা ।
(ঙ) লোভহীন ও নির্মোহ ।
(চ) সর্ব ক্ষেত্রে কমিটমেন্ট রক্ষা করা ।
(ছ) সকল দিক পজিটিভ ভাবা
(জ) আমানতের সুরক্ষা দেয়া
(ঝ) সবার সাথে সদ্ব্যাবহার ।
(ঞ) কাজের প্রতি মনোযোগী ।

শিকদার মোঃ শাহাবউদ্দিন
“ব্যবস্থাপনা পরিচালক”
শিকদার কেয়ার ইন্টারন্যাশনাল লিঃ
- মানুষ হিসেবে আমাদের মানুষের ও সমাজের প্রতি একটা অর্পিত দায়িত্ব আছে যা আমরা সঠিকভাবে পালন করতে চাই আল্লাহ যেন কবুল করেন ।
- আমার মৃত্যুর পরে সামাজ ও সামাজের মানুষ যদি আমার ও আমার কর্মের অভাব অনুভব না করেন তাহলে এই দীর্ঘ সময় বছর বেঁচে থেকে কি লাভ হলো ?
- সমাজ, ব্যবসা এবং রাষ্ট্রকে খারাপ না বলে দেশ ও দেশের মানুষের কল্যানের জন্য ভালো কিছু অবশ্যই করা দরকার ।
- যেহেতু একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তাই অন্যায় ও অপরাধ করে লাভ কি?
- আমি মানুষের সাথে এরকম ব্যবহার করতে চাই বা করা উচিত, যেটা আমি আমার মহান সৃষ্টিকর্তার কাছে আশা করি।