Perferendis rendae fugia rchite beatae repderit vitae recaae debitis ae facere quidem animi placeat mentur at vltib uod numm partur libero tum.

Message of Nurul Amin

Home Message of Nurul Amin

বিসমিল্লাহির রাহমানির রাহিম

শিকদার কেয়ার ইন্টারন্যাশনাল লিঃ

“ আমাদের অঙ্গীকার  রাখিব নিরাপদ ও নির্ভার “

বাণী

মোঃ নুরুল আমিন (মুজিব)
পরিচালক (ডেভোলপমেন্ট)
শিকদার কেয়ার ইন্টারন্যাশনাল লিঃ

  • মহান সৃষ্টিকর্তার প্রতি যে অবস্থায় থাকি না কেন বিশ্বাস অটুট রাখা ।
  • আমি ভালো মানুষ হলে পুরো জগৎবাসী আমার সাথে ভালো ব্যবহার করবে, এমনটা আশা করা ঠিক নয়।
  • যিনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন , তিনি সফলতা লাভ করেছেন।
  • সাফল্য হলো আমি যা চাই তা হাসিল করা , আনন্দ হল আমি যা চাই তা পাওয়া ।
  • মনে রাখা প্রয়োজন যে একজন হতাশাগ্রস্ত মানুষ থেকে একজন সুখী মানুষ আরো বেশি কর্মক্ষম।
  • নিজের কাজকে ভালোবাসুন , আমাদের কাজের পিছনে যখন অনুভূতি কাজ করে তখন আমরা সেরা হয়ে উঠি ।
  • যার মাঝে সীমাহীন উৎসাহ বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে তার সফল হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে ।
  • অনুকরণ নয় অনুসরণ নয় , নিজেকে খুঁজুন নিজেকে জানুন নিজের পথে চলুন ।
  • জীবনে পাওয়ার হিসাব করুন না পাওয়ার দুঃখ থাকবে না।
  • যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি তার সাফল্য তার কাছে এসে ধরা দেয় ,কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়া শব্দ তত কম। একটি সুন্দর মুখে কুৎসিত কথার চেয়ে একটি কুৎসিত মুখে সুন্দর কথা অধিকতর শ্রেয়।

দক্ষতা অর্জনের চারটি উপায় হলোঃ-

১।  নিজের উদ্দেশ্যে সামনে রাখুন ।
২।  অপরের অভিজ্ঞতা মনে রাখুন ।
৩।  সাফল্যের জন্য মনকে তৈরি করুন ।
৪।  যতটা সম্ভব কাজের অভ্যাস করুন আর নিজের দুশ্চিন্তা দূর করার এক নাম্বার উপায় হলো ব্যস্ত থাকুন।
• মন্দ সহচর্যের চেয়ে নিঃসঙ্গতা অনেক ভালো।
• সব সময় অপর ব্যক্তি কে নিজের শ্রেষ্ঠত্ব উপলব্ধি করার সুযোগ দিন।

  • হাসির মাধ্যমে আমরা নিজের কষ্টকে দূর আকাশে পাঠাতে পারি তাই সবসময় হাসতে হবে।
  • যা আপনাকে পীড়া দেয় এমন বিষয়ে এক মিনিটের বেশি ভাববেন না।
  • যে অবস্থায় পড়েন না কেন , ভালো মন্দ না দেখে বিচার করা উচিত নয়।
  • কর্মহীন জীবন হতাশার কাফনে জড়ানো একটি জীবন্ত লাশ।
  • ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে , অভদ্র আচরণ করতে অজ্ঞতা যথেষ্ট।    
  • পৃথিবীতে ভালবাসার একটিমাত্র উপায় আছে – তা হলোঃ
  • প্রতিদান পাওয়ার আশা না করে শুধু ভালবেসে যাওয়া ।