Perferendis rendae fugia rchite beatae repderit vitae recaae debitis ae facere quidem animi placeat mentur at vltib uod numm partur libero tum.

Message of Saidur Rahman

Home Message of Saidur Rahman

বিসমিল্লাহির রাহমানির রাহিম

শিকদার কেয়ার ইন্টারন্যাশনাল লিঃ

“ আমাদের অঙ্গীকার  রাখিব নিরাপদ ও নির্ভার “

বাণী

মোঃ সাইদুর রহমান
(চিফ কো-অর্ডিনেটর)
শিকদার কেয়ার ইন্টারন্যাশনাল লিঃ

  • মহান সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখা ।
  • সঠিক সময়ে কাজ করা ।
  • কাজকে ভালোবাসবো, চাকরিকে নয় ।
  • দায়িত্বে অবহেলা না করা ।
  • শ্রদ্ধার সাথে ব্যবহার করা ।
  • ভুল থাকলে তা সংশোধন করে নেওয়া ।
  • অসৎ কে না বলা এবং সৎ কে হ্যাঁ বলা ।
  • মিতব্যয়ী থাকা ।
  • অনিষ্ঠা না করা ।
  • পরো উপকারিতা করার মন-মানসিকতা থাকা । 
  • কারো হক নষ্ট না করা ।
  • আমানতকারী জিম্মাদার থাকা ।
  • হালাল হারাম মেনে চলা ।
  • কাজের কথা বলা ।
  • কাউকে ছোট করে না দেখা ।
  • আঘাত দিয়ে কথা না বলা ।
  • উন্নতির জন্য সঠিক চিন্তা করা ও যথাসময়ে নিজেকে কাজে নিয়োগ করা ।
  • মধ্যপন্থা অবলম্বন করা ।
  • কষ্টের উপার্জন মানুষকে সম্মানিত করে ও গর্ববোধ হয় ।